Select Page

আজ শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: সন্ধ্যা ৭:৫১

নোয়াখালীতে দূর্নীতি দমন বিভাগের জেলা সমন্বিত কার্যালয় উদ্বোধন

নোয়াখালী বার্তা ডেস্ক

অক্টো ১৫, ২০১৯ | নোয়াখালী, নোয়াখালী সদর

ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীতে ৪ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ১৫ হাজার ২শত ৫৯ বর্গফুট আয়তনে ৩ তলা বিশিষ্ট দূর্নীতি দমন কমিশনের সমন্বিত (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী) জেলা কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন দুদক কমিশনার এ.এফ.এম. আমিনুল ইসলাম।

তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার দুপুরে এ সমন্বিত জেলা কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার দুর্নীতি প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গণপূর্ত অধিদপ্তর এর তত্ত্বাবধানে ৩ তলা বিশিষ্ট এ ভবনটির নির্মাণ কাজ শেষ করেছে।

দুর্নীতি দমন কমিশনার আমিনুল ইসলাম ফিতা টেনে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে নবনির্মিত ভবনটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানদের মধ্যে গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম জোন) মোসলে উদ্দিন আহম্মেদ, দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাহমুদ হাসান, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ড. জাফর উল্যাহ, নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, নোয়াখালী সমন্বিত দুর্নীতি দমন বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম ভবন উদ্বোধন শেষে জেলা পর্যায়ের সুধি সমাবেশে সকল কর্মকর্তাদের কে সততা, নিষ্ঠা ও তাদের উপর অর্পিত দায়িত্ব যর্থাযথভাবে পালন করে সরকারি উন্নয়ন কাজ বস্তবায়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে উন্নয়নের ধারা অবহ্যত রাখার জন্য আহবান জানান।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০