চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়ন থেকে আবদুল গোফরান (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার নোয়াখোলা ইউনিয়নের সানুখলী গ্রামের নিজ বাড়ি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
বৃদ্ধার পরিবারের লোকজন জানান সকালের দিকে বাড়ির পাশে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে কে বা কারা বৃদ্ধাকে হত্যা করেছে এখনো তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এ বিষয়ে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।