সেনবাগে প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগে একটি পাগলা কুকুরের কামড়ে ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে নারী, পুরুষ, শিশু রয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ডমুরুয়া ইউপির জিরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে একটি পাগলা কুকুর স্থানীয় কয়েকটি বাড়ির ১৪ জনকে কামড় দেয়। পরে সকাল ১১টায় দুই পথচারীকে কামড় দেয়।
তিনি আরো জানান, আজাদ মেম্বার বাড়িতে তিনজন, আলী আকবর মেম্বার বাড়িতে ছয়জন, খুরশিদ নেতার বাড়িতে দুইজন, দক্ষিণ বেরুয়া গ্রামের ডাক্তার ফারুকের বাড়িতে একজন, জিরুয়া পশ্চিম পাড়ার মমিন মিয়ার বাড়িতে দুই শিশুসহ তিনজন ও ফকিরহাট বাজারে যাওয়ার পথে পানির গ্রামের দুইজনকে কুকুরটি কামড় দেয়। আহতদের বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।