ষ্টাফ রিপোর্টার :
নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২০ নভেম্বর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার লক্ষে সদর উপজেলার তৃণমূল ছাত্রলীগ-যুবলীগের আলোচনা সভায় নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি’র পক্ষে একাট্টা হয়ে অবস্থান নিয়েছে।
শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে তৃণমূল ছাত্রলীগ-যুবলীগ আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একরামুল করিম চৌধুরী এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সামছুদ্দিন জেহান, আবদুল মমিন বিএসসি, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন সুমন প্রমূখ।
আলোচনা সভায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জেলা শহরের প্রধান সড়কে সাবেক ছাত্রনেতা মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে একরামুল করিম চৌধুরীর পক্ষে মিছিল করে নেতাকর্মীরা।