রাজিব আহমেদ:
নোয়াখালীর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা মোটরসাইকেল তিন আরোহী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক আরোহী।
রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন জন হলেন- বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা সংলগ্ন নাজিরপুর গ্রামের হারুন (২২), জাভেদ হোসেন (২০) ও টিপু (২০) ।
আহত হলেন – মাসুদ (২৮) তিনি সোনাইমুড়ী উপজেলার শাকেরপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রোববার রাতে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে সোনাইমুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন চার মোটরসাইকেল আরোহী। মোটরসাইকেলটি আপানিয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সামনে চলে আসে মোটরসাইকেলটি বাসের সামনে এসে হুমড়ি খেয়ে পরে এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। অপর একজনকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয় । পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, হাইওয়ে পুলিশ যাত্রীবাহী বাসটিকে আটক করেছে। নিহতদের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।