বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা-নোয়াখালী মহাসড়কের চৌরাস্তা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় লোকজন চৌরাস্তা উপকূল কাউন্টারের পাশের সড়কে রক্তাক্ত অবস্থায় এক নারী মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, ধারণা করা হচ্ছে রাত বা ভোরের কোনো এক সময় ওই নারীকে কোনো একটি বাসচাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
Facebook Comments Box