কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে খেলার মাঠ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের খেলার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, রাজাপুর গ্রামের খেলার মাঠে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ওসি আরিফুর আরো জানান, নবজাতকটির গলায় দাগ রয়েছে। জন্মের পর তাকে গলা টিপে হত্যা করে মাঠে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।