ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীতে ডেমো ট্রেনে কাটা পড়ে নূর মোহাম্মদ (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (০১ ডিসেম্বের) সকাল ৯টার দিকে জেলাশহর মাইজদীর হরিনারায়নপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের রাজারামপুর এলাকার আবদুল হালিমের ছেলে।
মাইজদীর রেলস্টেশন মাস্টার শফিকুর রহমান ও চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
চৌমুহনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল আলিম বলেন, সকালে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে মাইজদী হরিনারায়ণপুর এলাকায় পৌঁছলে নূর মোহাম্মদ নামের ওই বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।