ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালী জেলা শহর মাইজদীতে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম নিজামী (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম নিজামী সদর উপজেলার মাইজদী এলাকার মৃত অ্যাডভোকেট এ.কে.এম নুরুল হুদার ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে নজরুল ইসলাম বাসষ্ট্যান্ড এলাকায় প্রধান সড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম সড়ক দুর্ঘটনায় আহত নজরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।