ষ্টাফ রিপোর্টার: নোয়াখালীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ ৪ সদস্য গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট।
নোয়াখালীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ ৪ সদস্য গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট।
রোববার রাতে নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী সদরের পূর্ব দূর্গানগর গ্রামের মহিউদ্দিনের ছেলে মাহমুদুর রহমান সহেল ওরফে মোহন (২৬), একই গ্রামের মো.নুর আলমের ছেলে মো. আবদুল্ল্যাহ কবির (২৫), হুমায়ন কবিরের ছেলে আরিফ হোসেন হৃদয় (২৩) ও কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২০)।
সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।