কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোচাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার পর ওই অটোচালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকাল ১১টায় মুছাপুর ইউপির ৫নম্বর ওয়ার্ডের বাংলাবাজার-সোনাগাজী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মাহতাব হোসেন আরিয়ান মুছাপুর ইউপির ৫নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে এবং একই এলাকার ওসমানীয়া নূরানী মাদরাসার শিশু জামাতের ছাত্র ছিল।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, সকালে মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে চাপা দিলে মাথায় আঘাত পায় মাহতাব। পরে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে ওই ছাত্রকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।