ষ্টাফ রিপোর্টার :
নোয়াখালী সদর উপজেলার ৩ নং নোয়ান্নই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম- রামকৃষ্ণপুর জামে মসজিদ যা রামকৃষ্ণপুর বরকত উল্যা র্সদার মসজিদ নামে পরিচিত এই মসজিদের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্বে।
জানা যায়, রামকৃষ্ণপুর গ্রামের এই মসজিদটি ২শত বছরের পুরনো ও এলাকার ঐতিহ্যাবাহী মসজিদ হিসেবে পরিচিত। এই মসজিদটির সামনে দিয়ে বিভিন্ন রাস্তার সংযোগ রয়েছে । এলাকাবাসীর মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে ইসলামীয়া রোড হইতে মসজিদ পর্যন্ত ১০ ফুট প্রস্থ ইটের সলিং ও বিভিন্ন জায়গায় গাইড দেয়াল নির্মাণ করে দেয়।
ওই গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুএ শহিদ উল্যা ৬ ফুট রাস্তা বাঁশ,সিমেন্টের পিলার ও গাছ দ্বারা মসজিদের যাতায়াতে বাধা সৃষ্টি করে যার ফলে এলাকার মুসল্লীদের ও এলাকার সকলস্তরের মানুষের যাতায়াতের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
এই বিষয়ে এলাকারবাসী স্থানীয় চেয়ারম্যানের নিকট একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন ।