ষ্টাফ রিপোর্টার:
মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা সংগঠক হাজী মোহাম্মদ ইদ্রিসের নাম মুক্তিযোদ্ধা গেজেটে অন্তভুক্ত থাকলেও এখনো সনদ পায়নি তাঁর পরিবার। পিতার মুক্তিযোদ্ধার সনদ পেতে দাবি জানিয়েছেন তাঁর সুযোগ্য সন্তান নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর-সুবর্ণচর আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী।
রোববার বিকালে নোয়াখালী জেলা শহরের বিজয় মঞ্চে ১৯দিন ব্যাপি মুক্তিযদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ দাবি জানান।
এমপি বলেন, আমার বাবা হাজী মোহাম্মদ ইদ্রিস মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। মুক্তিযোদ্ধা গেজেটেও তাঁর নাম অন্তভুক্ত আছে। কিন্তু আমরা এখনো তাঁর সনদটি পায়নি। একজন এমপি হিসেবে নয়, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মুত্যুর আগে পিতার সনদ পেতে চান তিনি। প্রয়োজনে পিতার মুক্তিযোদ্ধার ভাতা যেকো ট্রাস্টে দিয়ে দিবেন তিনি।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজয় মেলা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চুর সঞ্চালনায় মেলার উদ্বোধন করেন একরামুল করিম চৌধুরী এমপি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মিয়া মো: শাহজাহান, সহ-সভাপতি আবু তাহের, মাহমুদুর রহমান জাবেদ, শহর আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু।
মেলায় প্রায় ২’শ স্টল স্থান পেয়েছে। আগামী ২ জানুয়ারী পর্যন্ত এ মেলা চলবে।