বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মহব্বতপুর গ্রামের রঙ্গী বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত লুৎফুর রহমান বাপ্পী (২৭) বেগমগঞ্জ ইউনিয়নের মহব্বতপুর গ্রামের রঙ্গী বাড়ির জামাল উদ্দিনের ছেলে। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
বেগমগঞ্জ থানার অফিফসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই সন্ত্রাসীর বসতঘরে অভিযান চালিয়ে তিনি তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে এলাকার চিহিৃত সন্ত্রাসী।