ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মান-সম্মত শিক্ষা নিশ্চিত করতে মায়েদের অংশগ্রহনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার।
সোমবার সকালে সদর উপজেলার রশিদ কলোনী এলাকার মাইজদী গার্লস্ একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মা সমাবেশে মাইজদী গার্লস্ একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুম্মানে জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ে স্থাপিত মুক্তিযুদ্ধা কর্ণার, মহানুভবতার দেওয়াল ও সততার দোকান পরিদর্শন করেন।