সোনাইমুড়ি প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ মামলার এক আসামি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবল।
বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব নাটেশ্বর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোখলেছুর রহমান সুবিল্লা বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউপির ইসহাক মিয়ার ছেলে।
সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ জানান, রাতে আব্দুল্লাপুর গ্রামে পুলিশ টহল দিচ্ছিল। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সুবিল্লার মরদেহ উদ্ধার করা হয়। আহত পুলিশ কনস্টেবলদের চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি আরো জানান, মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুবিল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।