কবিরহাট প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কবিরহাট পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জহিরুল হক রায়হান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অরবিন্দ ভৌমিক, পরিষদের জেলা কমিটির সাধারন সম্পাদক বিনয় কিশোর রায়, পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, আওয়ামীলীগ নেতা রেজাউল হক শাহীন।
সকালে প্রথম অধিবেশনে জাতীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিকালে দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কবিরহাটের সভাপতি দ্বিবতী রঞ্জন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক প্রতাব ভৌমিক এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি অর্জুন ভৌমিক ও সাধারণ সম্পাদক প্রদোষ পালের নাম ঘোষণা করা হয়।