কবিরহাট প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক ও সাবেক সেনা প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের পরিবার।
রোববার দুপুরে কবিরহাট পৌরসভার ঘোষবাগ গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় হক পরিবারের পক্ষ থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন বিশিষ্ট ব্যাবসায়ী ও জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল হক শাহীন। কনকনে শীতে হাতে কম্বল পেয়ে আনন্দিত হন গরীব অসহায় মানুষগুলো।
এসময় রেজাউল হক শাহীন বলেন, ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক জীবিত থাকাকালীন সময় থেকে আমরা প্রতি বছর শীতার্তদের মাঝে কম্বল, প্রত্যেক ঈদে কাপড়, সেমাই, চিনি, টিউবওয়েল, যাদের ঘরনাই তাদের ঘর দেয়া সহ সব সময় অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামী দিনেও চেষ্টা করব সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার জন্য।