
ষ্টাফ রিপোর্টার: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামে বাল্য বিবাহ অনুষ্ঠান পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বর মাইন উদ্দিন লিটন ও শাশুড়ী বিবি ফাতেমাকে ৭হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সোমবার বিকালে বিবি ফাতেমা তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিবি আছিয়াকে মাইন উদ্দিন লিটনের সাথে বাল্য বিবাহের আয়োজন করেছিল।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল চরহাজারী গ্রামের বাড়ী থেকে হবু বর মাইন উদ্দিন ও তার শাশুড়ী বিবি ফাতেমাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন। পরে তাদেরকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০০৭ এর (১) ধারা অনুযায়ী বর মাইন উদ্দিন লিটনকে ৫হাজার টাকা এবং তার বরের শাশুড়ী বিবি ফাতেমাকে একই আইনে (৮) ধারা মোতাবেক ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
অর্থদন্ডপ্রাপ্ত মাইন উদ্দিন লিটন উপজেলার চরপার্বতী গ্রামের মনির আহম্মদের ছেলে এবং বিবি ফাতেমা চরহাজারী গ্রামের মো. সেলিমের স্ত্রী।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।