
ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীতে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণসহ ৭টি বিষয়ের উপর প্রাথমিকের শিক্ষা সেবিকা ও সুপারভাইজারদের সম্মেলন এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা শহরের বিআরডিবি হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা এ সম্মেলন এবং কর্মশালার আয়োজন করে।
এতে আশা’র কুমিল্লা ডিভিশনাল ম্যানেজার মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তন্ময় দাস।
আশা’র কুমিল্লা অঞ্চলের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. রুহুল আমিনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের ডিরেক্টর (প্রোগ্রাম) মো. হামিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন শেখ, আশা’র নোয়াখালী জেলা ম্যানেজার শেখ ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, ক্ষুদ্রঋনদানকারী প্রতিষ্ঠান আশা সামাজিক দ্বায়বদ্ধতায় থেকে বিভিন্ন সামাজিক কার্যাক্রম পরিচালনা করে আসছে। ইতিমধ্যে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ অন্যতম। আশা দেশের বিভিন্ন অঞ্চেলে ঝড়েপরা কোমলমতি শিশুদের নিয়ে যেভাবে কাজ করছে তা প্রসংশনীয়। শিক্ষার কাজকে আরো গতিশীল ও যুগ উপযোগী করার জন্য পরামরর্শ দেন তিনি।