
ষ্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালীর সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট জিরোপয়েন্টে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও মজিব বর্ষ উদ্যাপনে অনুষ্ঠানমালার অংশ হিসেবে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে জেলায় কর্মরত সাংবাদিকরা এ শুভেচ্ছা জানান।
এসময় বিটিভি নোয়াখালী প্রতিনিধি একেএম জোবায়ের, দৈনিক কালের কন্ঠ নিজস্ব প্রতিবেদক সামছুল হাসান মিরন, ইউএনবি নোয়াখালী প্রতিনিধি মেজবাউল হক মিঠু, জিটিভি নোয়াখালী প্রতিনিধি বিকাশ সরকার, একুশে টেলিভিশন ও আমাদের কন্ঠ নোয়াখালী প্রতিনিধি জাহিদুর রহমান শামীম, ঢাকা ট্রিবিউন নোয়াখালী প্রতিনিধি রনজিৎ চন্দ্র কুরি, ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল, ঢাকা প্রতিদিন নোয়াখালী প্রতিনিধি সালাহ উদ্দিন সুমন, আমার সংবাদ নোয়াখালী প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্টনিক্স ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, আইসিটি মামলায় কোন নিরিহ ব্যক্তি বা সাংবাদিক হয়রানির শিকার হওয়ার কথা নয়। এরকম কোন ঘটনা ঘটে থাকলে তদন্ত করে দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।