
ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর সদর উপজেলায় রোববার রাতে অস্ত্র ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল শহীদকে আটক করেছে পুলিশ। আটক আব্দুল শহীদ সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউপির মমিন উল্ল্যার ছেলে। সোমবার দুপুরের দিকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সুধারাম থানার ওসি, (তদন্ত) টমাস বড়ুয়া জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে পূর্ব চরমটুয়া ইউপির চরমটুয়া বাজার থেকে আটক করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে ১টি এলএমজি ও ৫৭টি ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটকের বিরুদ্ধে ৩টি মাদক মামলা ও ১টি চাঁদাবাজির মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।