
ষ্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সেনবাগে একটি বেপরোয়া গতির বিআরটিসি বাসের চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।
নিহত মো.নাঈম উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউপির এয়ারপুর গ্রামের মো. মানিক’র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৯টায় দিকে বিআরটিসির একটি বাস লক্ষীপুর থেকে ফেনী যাওয়ার পথে ওই কলেজ ছাত্রকে উপজেলার সেনবাগ এয়ারপোর্ট এলাকার নতুন বাজার নামক স্থানে ওই কলেজছাত্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, নিহত মোটরসাইকেল আরোহী কলেজছাত্র ছিল। দুর্ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments Box