
ষ্টাফ রিপোর্টার :
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিটে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে ৫১২জন কিডনি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং ৫ সহস্রাধিক রোগী ডায়ালাইসিস নিয়েছেন ১১ হাজার ৫১২ বার। বর্তমানে দেশের আধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিটগুলোর মধ্যে এটি দ্বিতীয়।
বৃহস্পতিবার দিয়ে বিশ্ব কিডনী দিবসে “সুস্থ কিডনী, সর্বত্র সবার জন্য-রোগ নির্ণয় ও প্রতিরোধ” এ শ্লোগানে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটের উদ্যোগে শহরের হাসপাতাল রোড়ে বর্ণাঢ্য র্যালি শেষে ইর্ন্টানি চিকিৎসক পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য তুলে ধরেন আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ও কিডনি ডায়ালাইসিস ইউনিটের প্রধান ডা. ফজলে এলাহী খাঁন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তন্ময় দাস, সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহ, আবাসিক মেডিকেল সার্জন ডা. লুৎফুল হাসান, ইর্ন্টানি চিকিৎসক পরিষদের সভাপতি ডা. নওশীন, সাধারণ সম্পাদক ডা. হাসিব।
এরআগে র্যালিতে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মাচারীগন অংশগ্রহণ করেন।
এ কিডনি ডায়ালাইসিস ইউনিট থেকে সরকারি খাতে রোগীদের কাছ থেকে জমা হয়েছে ৫৭ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা।