
স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে সকল মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে নোয়াখালীতে সকল ধরনের সভা-সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, সাংস্কৃতিক কর্মকান্ড, চায়ের দোকান, হোটেল-রেস্তোরায় আড্ডাসহ সকল প্রকার গণজমায়েত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
এ নির্দেশনা কার্যকর করতে জনসাধারণের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার খলিফারহাট, উদয় সাধুরহাট, বাঁধেরহাট, ইসলামগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম সরদার।
অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে কাঁচা বাজার, খাবার ও ঔষুধের দোকান ছাড়া অন্যান্য সকল ধরণের দোকান-পাট বন্ধ করে দেওয়া হয় এবং সকল জনসাধারণকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া।
একযোগে জেলার প্রত্যেক উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। এছাড়া করোনা ঝুঁকি এড়াতে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে জীবানুনাশক স্পে ছিটিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।