
ষ্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পুলিশ এক কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের দরবেশপুর গ্রামের মিস্ত্রী বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। নিহতের নাম সজীব সূত্রধর। সে মিস্ত্রী বাড়ির বাবুল চন্দ্র সূত্রধরের ছেলে। সে পেশায় একজন কাঠমিস্ত্রী ছিল।
বেগমগঞ্জ থানার এসআই ওয়াহেদ ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করে জানান, ওই যুবক সকালের দিকে পরিবারের সবার অজান্তে বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে । তবে পুলিশ এখন পর্যন্ত এ আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি।
বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, মরদেহ ময়নাতধন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।