
স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়ন থেকে বেলাল হোসেন উজ্জ্বল (২৭) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নের রইতইয়ার পোল এলাকার নজীর মিয়ার ছেলে বেলাল হোসেন উজ্জ্বলকে (২৭) খালাশি বাড়ি থেকে অস্ত্র ও এক রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে বেগমগঞ্জ অফিসার ইনচার্জ হারুনুর রশীদ জানান, দীর্ঘ দিন থেকে সে বিভিন্নভাবে মাদক থেকে শুরু করে বিভিন্ন চাঁদাবাজির কাজ করে আসছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা আটক করতে সক্ষম হই। একই সাথে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়া চলছে ।