
স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ ৫জন গুলিবিদ্ধ ও আরও ৫ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষকারীরা উভয় পক্ষই সন্ত্রাসী।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর কাউনিয়া গ্রামের আবু জাকেরের বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হচ্ছে- ওই গ্রামের কালা মিয়ার ছেলে আবু জাকের (৫৪), আবু জাকেরের ছেলে জহির উদ্দিন (২৮) ও আকরাম হোসেন (২২), আবুল কাসেমের ছেলে আবদুল মান্নান (১৭) ও আবুল কাসেমের মেয়ে নাজমা আক্তার (০৯)। গুলিবিদ্ধ পাঁচজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানা গেছে, স্থানীয় মোকারম ও আকরাম গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় সময় এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। গেল সপ্তাহে মোকারম গ্রুপের রাকিব নামের এক সদস্যকে মারধর করে আকরাম গ্রুপের সদস্যরা। এর জের ধরে শনিবার রাতে আকরাম গ্রুপের জাকেরের বাড়িতে অর্তিকিত হামলা চালায়। এসময় আকরামের পোল্ট্রি ফার্মের দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনা যায়। মুহুর্তের মধ্যে উভয়ের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সংঘর্ষকারীরা পালিয়ে যায়।
গুলিবিদ্ধদের অভিযোগ, স্থানীয় মোকারম, আবু ছায়েদ, পেয়ার আহমদের নের্তৃত্বে সন্ত্রাসীরা তাদের বাড়িতে ঢুকে অর্তকিত গুলি চালিয়েছে। এসময় সন্ত্রাসীরা তাদের মুরগি ফার্মে ও বসত ঘরে ভাংচুর করেছে। এসময় গুলিবিদ্ধ হয় তাদের পরিবারের ৫ সদস্য।
সুধারাম মডেল থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এরা উভয়ে সন্ত্রাসী। কয়েক মাস আগ থেকে এদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা কারাগারে রয়েছে। নিজেদের মধ্যে পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র্র করে এ সংঘর্ষেও ঘটনা ঘটেছে।