
স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সদর উপজেলায় মরণব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাঠে তৎপর রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম সরদার।
বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদরের ধর্মপুর ইউনিয়নের বাংলা বাজার, ভাটিরটেক চৌমুহনী বাজারসহ বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে, সচেতনতামূলক মাইকিং, সাবান দিয়ে হাত ধোঁয়ার ব্যবস্থা, প্রচারপত্র ও সুরক্ষা সামগ্রী বিলি এবং দোকানপাটের সামনে তিন ফিট দুরত্বে ক্রেতাদের অবস্থানের চিহ্ন আঁকেন তিনি।
এসময় ধর্মপুর ইউনিয়ন পরিষদ সচিব মো.সহিদুল ইসলামসহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও মো.আরিফুল ইসলাম সরদার বলেন, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে অপ্রয়োজনীয় কারণে যাতে জনসমাগম না হয়, যারা বিদেশ থেকে এসেছেন তারা যাতে হোম কোয়ারেন্টাইনে থাকেন তা নিশ্চিত করা। লোকজন যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে এজন্য সামাজিক সচেতনতা সৃষ্টি করা।