Select Page

আজ শুক্রবার, ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: রাত ১১:২৭

রাতের আধাঁরে মধ্যবিত্তদের ঘরে খাবার পৌঁছে দিলেন ইউএনও

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

এপ্রি ১৬, ২০২০ | নোয়াখালী, নোয়াখালী সদর

স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নোয়াখালী সদরের মানুষকে বাঁচাতে উপজেলার সর্বত্র জনসচেতনতায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার। শুধু করোনা মুক্ত পরিবেশ সৃষ্টিতেই নয়, তিনি কাজ করছেন মনবতার সেবায়ও।
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে নিজ গৃহে অবস্থান নেওয়া মানুষেরা বেকার জীবন যাপন করায় দরিদ্র পরিবারের পাশাপাশি অনেক মধ্যবিত্ত পরিবারে দেখা দিয়েছে খাদ্যের সংকট। এদের অনেকেই লোকলজ্জায় ত্রাণের জন্য ছুটতে পারছেন না। এমন মানুষের ঘরে ঘরে রাতের আঁধারে খাবার পৌঁছে দিয়েছেন এ কর্মকর্তা।
বুধবার মধ্য রাতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি ত্রাণের তালিকার বাহিরে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে খাদ্য সামগ্রী (চাল, ডাল, লবণ, আলু ও তৈল) ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার। এতে উপকৃত হয়েছেন নোয়াখালী সদরের নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া এবং এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া ও সোনাদিয়া গ্রামের অর্ধশতাধিক মধ্যবিত্ত পরিবার।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রিপোর্টাস ক্লাব নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন মানিক, ছাত্রনেতা আবুবক্কর ছিদ্দিক সুজন, মো. ফজলুল হক রুবেল প্রমূখ উপস্থিত ছিলেন।
আরিফুল ইসলাম সরদার বলেন, করোনা পরিস্থিতি সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সরকারি এই খাদ্য সহায়তা তালিকাভুক্ত সকল পরিবারের জন্য অব্যাহত থাকবে।
নোয়াখালী জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে গ্রাম পুলিশদের চেক পোষ্ট। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মানুষ প্রয়োজন ছাড়া যাতে অবাধে চলাফেরা করতে না পারে সেই লক্ষ্যে নজর রাখছেন তিনি। বিভিন্ন স্থানে বিতরণ করছেন মাক্স, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০