
স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
ওই যুবক উপজেলার বাটইয়া ইউনিয়নের বাসিন্দা এবং সে নারায়ণগঞ্জের একটি ড্যানিশ কারখানায় চাকরি করত। ওই যুবক গত এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে আসেন।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, গত মঙ্গলবার সর্দি, জ্বর নিয়ে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন (২০) বছর বয়সী ওই যুবক। তার শরীরে করোনার উপসর্গ থাকার কারণে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড অ্যানফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়।
শুক্রবার রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। রোগীর পরিবারের সদস্যরা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। শনিবার সকালে রোগীর বাড়ি লকডাউন করা ঘোষণা করে ওই যুবককে ২০ শয্যাবিশিষ্ট চরআলগী হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়া হয়েছে এবং তার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।