
ষ্টাফ রিপোর্টার : নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের নারায়ণগঞ্জ ফেরত এক যুবক (২০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫।
রোববার (১৯ এপ্রিল ) রাতে জেলা সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আক্রান্ত যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ফিরে বাড়িতে অবস্থান করছিলেন। পরে তার শরীরে করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম পাঠানো হয়। রোববার রাতে নমুনার রিপোর্ট পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় মোট ৫ জন করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২ জন মারা গেছেন। ৩ জন চিকিৎসাধীন আছেন। আক্রান্তদের মধ্যে সোনাইমুড়ীতে ২জন, সেনবাগে ১জন, কবিরহাট ও সদর উপজেলায় ১জন করে। এরমধ্যে সোনাইমুড়ী একজন ও সেনবাগে একজন সহ ২ জন মারা গেছেন।