
ষ্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই আবদুল অহিদ জিসান (১৯) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলার সুবর্ণচর উপজেলায় এক কিশোর বজ্রপাতে শিকার হয়ে আহত হয়েছে। ওই কিশোর নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে জেলার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের পূর্ব শরীফপুর গ্রামের জিসান মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যায়। সে ওই এলাকার আবদুল ওহাবের ছেলে এবং স্থানীয় নলপুর জুনিয়র হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আরমান হোসেন ওরফে সাইফুল (১৫) বসত ঘরের উঠানে বজ্রপাতের শিকার হয়ে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে একই এলাকার ছানা উল্ল্যার ছেলে।