
ষ্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর কবিরহাট উপজেলায় কলিমদ্দী পোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে আব্দুর রব প্রকাশ মিয়া ব্যাপারী (৪৫) নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল ) দুপুরে বসুরহাট-কবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রব কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম সোনাদিয়া গ্রামের মনির আহম্মদের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ওই উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মোতাহের হোসেন জাহাঙ্গীর জানান, দুপুরের দিকে নিজের অটোরিকশা নিয়ে কবিরহাট বাজারের দিকে আসছিলেন আব্দুর রব। পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে রিকশারটির ব্যাটারির আঘাতে মাথা ফেটে গিয়ে গুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।