
ষ্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় নতুন করে আরও তিনজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। নারায়ণগঞ্জ থেকে আক্রান্ত হয়ে পালিয়ে আসা এক যুবকসহ জেলায় মোট ১০জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে মারা গেছেন ২জন।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস। তিনি আরও জানান, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি থেকে নমুনার রিপোর্টটি আজ রাতে হাতে আসে। গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার ওই তিন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিল। তখন তাদের হালকা সর্দি, জ্বর ও কাশি ছিল। নতুন যে তিনজন আক্রান্ত হয়েছে তার মধ্যে দুজন উপজেলার চৌরাস্তা আপন নিবাস হাউজিং এলাকার বাসিন্দা এবং অন্য একজন চৌমুহনী কলেজ রোড এলাকার বাসিন্দা।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম জানান, নমুনা সংগ্রহের সময় আমরা ওই ব্যক্তিদ্বয়সহ তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছি। একই সাথে তাদের এলকাগুলো লকডাউন করে দিয়েছি। তাদের সংস্পর্শে থাকা অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।