
ষ্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ও বুড়িরচর ইউপিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঝড়ে চারটি গ্রামের অন্তত শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় বজ্রপাতে শিশুসহ চারজন আহত হয়েছে।
আহতরা হচ্ছেন সোনাদিয়া ইউপির কেঞ্জাখালী গ্রামের জামাল উদ্দিনের মেয়ে প্রিয়া বেগম, ছেলে পিহাদ উদ্দিন, জামাল উদ্দিন ও আব্দুল মন্নান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝড়ে সোনাদিয়া ও বুড়িরচড় ইউপিতে গ্রামের শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়াও কয়েকটি ঘরের উপরের চাল বাতাসে উড়ে চলে গেছে। এ সময় ছুঁটোছুঁটি করতে গিয়ে বজ্র্রপাতে চারজন আহত হয়েছে।
হাতিয়ার ইউএনও মো. রেজাউল করিম বলেন, কালবৈশাখী ঝড়ে সোনাদিয়ার ও বুড়িরচরে কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা ঘরবাড়িও গাছ পালা বিধ্বস্ত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্থদের তালিকা করতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।