
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চারজন স্টাফ নার্স এবং সেনবাগে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮২৮। নোয়াখালীতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ২০ জন।
আজ বুধবার দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার রাতে ও আজ সকালে জেলার দুটি করোনা পরীক্ষার ল্যাব আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়কে নমুনা পরীক্ষার ফলাফল জানানো হয়।
সিভিল সার্জন মো. মোমিনুর রহমান বলেন, নতুন শনাক্তদের মধ্যে নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চারজন স্টাফ নার্স রয়েছেন। এ ছাড়া সেনবাগ উপজেলায় একই পরিবারের ৫ জনসহ ২০ জন, বেগমগঞ্জে ১৫, সদরে ১৪ ও চাটখিলে ১০ জন রয়েছেন।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিউর রহমান বলেন, সেনবাগ পৌরসভার অর্জুনতলা এলাকায় এর আগে কোভিডে আক্রান্ত স্বামী-স্ত্রীর সংস্পর্শে এসে পরিবারটির শিশুসহ আরও পাঁচজন সংক্রমিত হয়েছেন। তবে সবাই প্রায় সুস্থ।