Select Page

আজ শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: রাত ১০:৪২

নোয়াখালীতে কর্মহীন ১৭৩৪ পরিবার পেল ব্র্যাকের এক মাসের খাদ্য সহায়তা

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

করোনাভাইরাসের মহামারীতে কর্মহীন হয়ে পড়া নোয়াখালী জেলায় ১৭৩৪ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
বুধবার দুপুরে সদর উপজেলার কালিতারা বাজার ব্র্যাক নোয়াখালী সদর কার্যালয়ে ব্র্যাক নোয়াখালী পেপসিকো ফাউন্ডেশনের সহযোগিতায় ১০৩৪টি কর্মহীন পরিবারের সদস্যের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার।
এসময় উপস্থিত ছিলেন, ব্র্র্যাক জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টাস ক্লাব নোয়াখালী জেলা শাখার সভাপতি মো. ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল, ব্র্যাক নোয়াখালী সদর কার্যালয়ের এলাকা ব্যাবস্থাপক বিমল কুমার, মো.আবদুর রহিম প্রমূখ।
সদর উপজেলা ছাড়াও জেলার হাতিয়া উপজেলায় ১০০, সুবর্ণচর উপজেলায় ১০০, কবিরহাট উপজেলায় ৫০, কোম্পানীগঞ্জ উপজেলায় ৫০, সেনবাগ উপজেলায় ৫০, বেগমগঞ্জ উপজেলায় ২০০, সোনাইমুড়ী উপজেলায় ৫০ এবং চাটখিল উপজেলায় ১০০ কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করে সংস্থাটি।
ব্র্র্যাক জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আমরা এখন কঠিন পরিক্ষার মধ্যে রয়েছি। এই যুদ্ধে বাংলাদেশ সরকারের সহযোগী হিসাবে ব্র্যাক জনসচেতনতা সৃষ্টি ও কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোকে এক মাসের খাদ্য সহায়তা (চাল, ডাল, তেল, লবণ, চিনি, সুজি, আটা ও বিস্কুট) দিয়ে যাচ্ছে। এ সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০