
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউপির মোহাম্মদপুর গ্রামে জামাইয়ের বিরোদ্ধে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির ওপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই উপজেলার বদলকোট গ্রামের মিজানুর রহমান ও তার স্ত্রী এবং মেয়ে মেহেরুন্নেছা সুমাইয়া।
চিকিৎসাধীন মিজানুর রহমান জানান, ২০১৮ সালের ৩ মার্চ তার মেয়ে মেহেরুন্নেছা সুমাইয়ার সঙ্গে উপজেলার মোহাম্মদপুরের নুরুল ইসলামের ছেলে মাঈন উদ্দিনের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্যে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন মেয়ের ওপর নানা ধরনের নির্যাতন করতে থাকেন। এ নিয়ে বেশ কয়েকবার সালিশও হয়েছে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেলে সুমাইয়াকে নিয়ে তিনি ও তার স্ত্রী মোহাম্মদপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরছিলেন। পথে তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান মেয়ের জামাই মাঈন উদ্দিন ও তার দুই ভাইসহ কয়েকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম।