Select Page

আজ শনিবার, ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: রাত ১২:৪৭

নোয়াখালীতে জামাইয়ের হামলায় শ্বশুর-শাশুড়ি আহত

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

জুন ৫, ২০২০ | চাটখিল, নোয়াখালী

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউপির মোহাম্মদপুর গ্রামে জামাইয়ের বিরোদ্ধে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির ওপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই উপজেলার বদলকোট গ্রামের মিজানুর রহমান ও তার স্ত্রী এবং মেয়ে মেহেরুন্নেছা সুমাইয়া।
চিকিৎসাধীন মিজানুর রহমান জানান, ২০১৮ সালের ৩ মার্চ তার মেয়ে মেহেরুন্নেছা সুমাইয়ার সঙ্গে উপজেলার মোহাম্মদপুরের নুরুল ইসলামের ছেলে মাঈন উদ্দিনের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্যে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন মেয়ের ওপর নানা ধরনের নির্যাতন করতে থাকেন। এ নিয়ে বেশ কয়েকবার সালিশও হয়েছে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেলে সুমাইয়াকে নিয়ে তিনি ও তার স্ত্রী মোহাম্মদপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরছিলেন। পথে তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান মেয়ের জামাই মাঈন উদ্দিন ও তার দুই ভাইসহ কয়েকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০