
নোয়াখালীর কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহষ্পতিবার (১১ জুন) সন্ধ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোকবার্তা জানান মন্ত্রী।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১১ জুন) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জৈনতপুর গ্রামে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় আনোয়ার হোসেনের মৃত্যু হয়।