নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪৫ জন, একদিনে সুস্থ হয়েছে ৬জন, মোট সুস্থ হয়েছেন ১৯৭৮ জন, মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৬ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯০৯ জন।
Facebook Comments Box