নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জন জেলে নিয়ে একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে একজন নিহত হয়েছে। বাকিদের উদ্ধার করা হয়েছে।
নিহত জেলের নাম রায়হান। তিনি উপজেলার বুড়ির চর ইউপির ফরিদ উদ্দিনের ছেলে।
বুধবার ভোরে হাতিয়ার রহমত খাল নামক স্থান থেকে ২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে গ্যাস ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, নৌকাটি বঙ্গোপসাগরে গ্যাস ফিল্ড এলাকায় পৌঁছলে প্রচন্ড বাতাস ও তীব্র ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। পরে অন্য নৌকায় থাকা জেলেরা তাদের উদ্ধার করে।
Facebook Comments Box