ষ্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আরো ১৮ জন মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিহত মাইন উদ্দিন উপজেলার জাহাজমারা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মো. নুরুর ছেলে।
বুধবার বিকেলের দিকে উপজেলা বুড়িরচর ইউপির ধানারদোল ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটি মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে যায়। পরে বুধবার সকাল থেকে বৈরী আবহাওয়া থাকায় ট্রলারটি ঘাটে ফিরে আসার পথে ডুবে গেলে ট্রলারের ইঞ্জিন রুমে আটকা পড়ে এক জেলের মৃত্যু হয়।
হাতিয়া ইউএনও রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Facebook Comments Box