ষ্টাফ রিপোর্টার :নোয়াখালীতে মৃত পুলিশ সদস্যের অবর্তমানে তার মেয়েকে অভিভাবকের দায়িত্ব নিয়ে বিয়ে দিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার আলমগীর হোসেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।
এর আগে, সোমবার দিনব্যাপী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুলিশ কনস্টেবল আনোয়ার উল্ল্যাহ ২০০৯ সালে কক্সবাজারে কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। মৃত্যকালে তিন মেয়ে, এক ছেলে ছোট থাকায় পরিবারের হাল ধরার কেউ ছিল না। ফলে চরম অনিশ্চয়তা নেমে আসে পরিবারটিতে।
মৃত পুলিশ কনেস্টবলের স্ত্রী সাহেদা আক্তার জানান, মেয়ে আসমাউল হোসনা মুক্তার বিয়ের কথা পাকাপাকি হওয়ার পরই পুলিশ সুপারের সহযোগিতা চাওয়া হয়। এতে সাড়া দিয়ে পাশে এসে সব খরচ বহন করে তার মেয়ের বিয়ে দেন পুলিশ সুপার।
বাবার অবর্তমানে অভিভাবকের দায়িত্ব পালন করায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুলিশ কনস্টেবল আনোয়ার উল্ল্যাহর পরিবার ও স্থানীয় জনগণ।
পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, অসহায় পরিবারের পাশে থেকে বিয়ে দিয়েছি, তারা একা নয়, আমরা সবাই তাদের পাশে আছি। পুলিশ প্রশাসন এ ধরনের সহযোগিতা সব সময় অব্যাহত রাখবে।
বিয়ের অনুষ্ঠানে পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি থীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিসট্রেনিং সেন্টার) সাজ্জাত হোসেন, সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন, এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেরসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page