স্টাফ রিপোর্টার:নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ‘এমভি আখতার বানু’র ১৪ নাবিককে জীবিত উদ্ধার করেছে জেলেরা।
রোববার দুপুরে হাতিয়ার ভাসানচর এলাকার বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকেলে এমভি আখতার বানু নামে জাহাজটি ডুবে যায়।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, দুপুরে বঙ্গোপসাগরে লাইফ জ্যাকেট পরিহিত জাহাজের ১৪ নাবিককে ভাসতে দেখেন জেলেরা। পরে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলার বুড়ির চর ইউপির সূর্যমুখী বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
’এমভি আখতার বানু’ জাহাজের শিপিং এজেন্ট ‘লিটমন্ড শিপিং’-এর অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন বলেন, জাহাজটিতে শিরল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের আনুমানিক এক হাজার ৮০০ টন গম ছিল।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page