ষ্টাফ রিপোর্টার: শনিবার গভীর রাতে নোয়াখালী জেলা শহরে বিশিষ্ট ব্যবসায়ি ইসলামী ব্যাংক ভবনের মালিক ,জনাব জসিম উদ্দিনের নোয়াখালী ইউনিয়নের আনসার কোম্পানীর বাজার সংলগ্ন বাড়ীতে গভীর রাতে হানা দেয় দুর্বৃত্তরা তারা প্রথমে ঘরের দরজার সাথে পঞ্চাশ লাক্ষ টাকা চাদাঁদাবী শক্রান্ত একটি চিরকুট জুলিয়ে দেয় ।
তারপর তারা ঘরের সামনে থাকা মটরসাইকেলটি সম্পূর্ণ জালিয়ে দেয়, তখন ঐ এলাকায় জনমনে একটা আতংক সৃষ্টি হয়
তখন জসিম উদ্দিন পুলিশের হেল্প লাইন ৯৯৯ ফোন দিলে কিছুক্ষনের মধ্যে পুলিশ ঘটনা স্থানে হাজির হয়
এ ব্যাপারে জসিম উদ্দিন বলেন, দির্ঘ্য দিন থেকে আমাকে চাদাঁদাবী করছে ও প্রাণে মারার হুমকী দিয়ে আসছে এ ঘটনায় আমি সুধারাম মডেল থানায় একটি জিডি করি তার নম্বর হচ্ছে ১১৮ তাং ২৩.০৮.২০ইং।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি নবীর হোসেন, ঘটনার সত্যতা শিকার করে জানান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।

Select Page