Select Page

আজ শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৪ হিজরি সময়: বিকাল ৪:২০

ধুলায় আচ্ছন্ন পরিবেশ মারাত্মক ক্ষতিকর

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

নভে ২৫, ২০১৭ | বিশেষ প্রতিবেদন

এভাবেই চলছে বছরের পর বছর।  বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের পক্ষে ‘মারাত্মক ক্ষতিকর’ মাত্রায় বেড়ে গেছে। পরিবেশ অধিদপ্তরের যন্ত্রে বায়ুমানের সূচক ধরা পড়েছে ২৬৯। বলা হচ্ছে দেশে বায়ুদূষণের অবস্থা হয়েছে দিল্লির মতো। দিল্লি কিংবা বেইজিংয়ের বায়ুদূষণ কমানোর সক্রিয় প্রচেষ্টা আছে। বেইজিংয়ের প্রচেষ্টা অনেক কার্যকর; তারা ওই শহরের বায়ুদূষণ ইতিমধ্যে বেশ কমিয়ে আনতে পেরেছে। এ জন্য তারা দূষণ সৃষ্টিকারী অনেক কলকারখানা বন্ধ করে দিয়েছে, অনেক শিল্পপ্রতিষ্ঠান অন্যত্র স্থানান্তর করেছে। মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনচালিত মোটরযানগুলো রাস্তা থেকে তুলে নিয়েছে। ডিজেলের পরিবর্তে গ্যাস ও বিদ্যুৎ–চালিত যানবাহন চালু করেছে এবং বিদ্যুৎ–চালিত যানবাহনের প্রচলন বাড়াতে উৎসাহিত করছে।

বায়ুদূষণের কারণগুলোও আমাদের জানা: মহানগরের চারপাশে অজস্র ইটভাটা, রাস্তায় অগণন যানবাহন, সেগুলোর মধ্যে ডিজেলচালিত ও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের যানবাহনের সংখ্যা যে কত তার কোনো লেখাজোকা নেই। রাস্তা খোঁড়াখুঁড়ি ও নির্মাণকাজের ধুলা নিবারণের দিকে কারও কোনো ভ্রুক্ষেপ নেই। মহানগরের ভেতরেই রয়েছে নানা ধরনের কলকারখানা। সুতরাং বায়ুদূষণ কমাতে হলে কোন কোন কর্তৃপক্ষকে কী কী পদক্ষেপ নিতে হবে তা আর গবেষণা করে নির্ধারণ করার বিষয় নয়। পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, মেট্রোপলিটন পুলিশ, ওয়াসাসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় বায়ুদূষণ অবশ্যই কমিয়ে আনা সম্ভব।

এবং তা করতে হবে। কেননা, মারাত্মক বায়ুদূষণের কারণে এই মহানগরে সুস্থভাবে বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠছে। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে শিশুদের। একজন বিশেষজ্ঞ যথার্থই বলেছেন, বায়ুদূষণ এভাবে চলতে থাকলে একটা সময়ে এই শহরে সুস্থ মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। তাই শুধু কথা নয়, কাজ করা প্রয়োজন। কলকারখানা স্থানান্তর, মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনবিশিষ্ট যানবাহনগুলো রাস্তা থেকে সম্পূর্ণভাবে তুলে নেওয়া, চারপাশে ইটভাটার সংখ্যা কমানো এবং নির্মাণকাজের সময় ধুলা নিবারণের পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১