ষ্টাফ রিপোর্টার: নিখোঁজের দুই দিনপর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় খোরশেদ আলম (৪০) নামে স্থানীয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের শেয়ার বাড়ি সংলগ্ন বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত খোরশেদ আলম উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বন্দে আলী হাজী বাড়ির ফরিদ মিয়ার ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box