বেগমগঞ্জ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষণ “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” এ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আনন্দ শোভাযাত্রা সহ নানা কর্মসূচির মাধ্যমে উদ্যাপন করা হয়েছে।
গতকাল শনিবার ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালি উপজেলা পরিষদ চত্বর হয়ে চৌরাস্তার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন, মামুনুর রশিদ কিরন এমপি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান আনসারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ, উপজেলা যুবলীগের আহবায়ক নুর হোসেন মাসুদ প্রমুখ।