ষ্টাফ রিপোর্টার: গুনগত মান সম্পন্ন ফোর লেইন বাস্তবায়ন করতে নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান বৃহস্পতিবার বিকালে সরজমিনে ফোর লেইন রাস্তা দেখার জন্য জেলা শহরের মাইজদী বাজার থেকে সোনাপুর পর্যন্ত রাস্তার দুই পাশে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এই সময় ভিটি মালিক ও ব্যবসায়ি কোরামের নেতৃবৃন্দ ছিলেন।
পরিদর্শন কালে ভিটি মালিক ও ব্যবসায়িরা রাস্তার উভয় পাশ থেকে সমহারে জায়গা নেওয়ার দাবী জানায়, ১৯৪৯ সালে নোয়াখালী পুরাতন জেলা শহর নদী গর্ভে বিলিন হওয়ার পর রাস্তার পশ্চিম পাশে ব্যবসা বানিজ্য,বাড়ি ঘর,মসজিদ,মন্দির,গড়ে তুলে ব্যবসায়িরা, নদী ভাঙ্গার পর থেকে স্থায়ী বন্দবস্তের দাবী করে আসছে । ইতি পূর্বে রাস্তা সংস্কারের জন্য পশ্চিম পাশে তিন,চার, বার ভেঙ্গে দেওয়া হয় তখন কোন ক্ষতিপূরণ দেওয়া হয়নি, শহরের চান্দিনা ভিটি মালিকদের অল্প কিছু বন্দবস্ত দেওয়া হলেও অনেকে তা পাইনি। বন্দবস্তের সকল নথি জেলা প্রশাসনের কার্যালয়ে রয়েছে, তথাপিও ব্যবসায়ি ও ভিটি মালিকরা মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ফোর লেইন বাস্তবায়নে সহযোগিতা করতে চায় এবং সরকারী অর্থ অপচয় থেকে বাচানোর জন্য রাস্তার পূর্ব পাশে সরকারি জায়গা প্রতিত ও খালি না রেখে ফোর লেইন বাস্তবায়নে ঐ জায়গা সংযুক্ত করার দাবি জানায়। পরিদর্শন কালে ভিটি মালিক ও ব্যবসায়ি কোরামের সভাপতি সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহমান মঞ্জু ,ভিটি মালিক ও ব্যবসায়ি ফোরামের সাধারণ সম্পাদক শহর আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু,বনিক সমিতির সভাপতি একে.এম.সাইফুদ্দীন সোহান , ভিটি মালিক ও ব্যবসায়িক কোরামের নেতা সাংবাদিক অহিদ উদ্দিন মুকুল,মো: জাহিদ , আব্দুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ পরিদর্শন কালে সাথে ছিলেন।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page